ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে উপজেলা ফল মেলা অনুষ্ঠিত
মো. হাবিবুর রহমান
Published : Thursday, 28 July, 2022 at 7:06 PM
মুরাদনগরে উপজেলা ফল মেলা অনুষ্ঠিতজাতীয় ফল মেলা ২০২২ এর ধারাবাহিকতায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ওই মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে উদ্বাধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ সোহাগ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার, শিমুল বিল্লাল, জাকির হোসেন, শেখ জাকির হোসেন, আবু মুছা আল-কবির, আবুল বাশার খান. গোলাম কিবরিয়া খোকন, ইকবাল সরকার, ভিপি জাকির হোসেন, সৈয়দ সওকত হোসেন, কামাল উদ্দিন খন্দকার, তৈয়বুর রহমান তুহিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা উন্নয়ন ফ্যাসিলিটেটর জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল লতিফ, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশল কামরুল হাসান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা দিদারুল আলম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দিলীপ কুমার সাহা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। 
উক্ত ফল মেলায় কৃষি উদ্যোক্তা ও কৃষক-কৃষানী কর্তৃক উৎপাদিত ২শ’ প্রকার প্রচলিত ও অপ্রচলিত ফল প্রদর্শণ করা হয়। বিকেলে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনসহ ছাত্র-ছাত্রীরা ফল মেলায় এসে প্রদর্শিত বিভিন্ন ফলের সাথে পরিচিতি হন।