ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: আহত ২৫ জন
আলমগীর হোসেন
Published : Thursday, 28 July, 2022 at 8:24 PM
দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: আহত ২৫ জন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার ধীতপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রায় ২৫ যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দাউদকান্দির ধীতপুরে কুমিল্লাগামী একুশে পরিবহন একটি  যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় । এতে প্রায় ২৫ জন যাত্রী আহত হয়।

দাউদকান্দি ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং ট্রমালিংক আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। তাৎক্ষণিক ট্রমালিংক আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: আহত ২৫ জন

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক জানান, বাস দূর্টঘটনায় কেউ নিহত হয়নি। দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।