ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে জার্মানি
Published : Friday, 29 July, 2022 at 12:00 AM
নারী ইউরোর সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠে গেছে জার্মানি। বুধবার রাতে বাকিংহ্যামশায়ারে ফ্রান্সের মেয়েদের ২-১ ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। জার্মানির হয়ে দুটি গোলই করেছেন আলেকসান্দ্রা পপ। ৪০তম মিনিটে পপের দারুণ ভলিতে পিছিয়ে পড়ার চার মিনিট পরই কিছুটা সৌভাগ্যসূচক গোলে সমতায় ফেরে ফ্রান্স।
কাদিদিয়াতু দিয়ানির জোরাল শটে বল পোস্টে লেগে ফেরার পথে জার্মান গোলরক্ষক মেরলে ফ্রোয়েমসের গায়ে লেগে জালে জড়ায়। বিরতির পর ফের গোল করে জার্মানিকে এগিয়ে দেন পপ। ম্যাচের ৭৬তম মিনিটে বক্সে উড়ে আসা বল হেডে লক্ষ্যভেদ করেন এই স্ট্রাইকার। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন জার্মানি। আগামী রবিবার (৩১ জুলাই) ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে জার্মানির মেয়েরা।