প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশদের কাছে প্রোটিয়াদের হার
Published : Friday, 29 July, 2022 at 12:00 AM
তিন
ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে স্বাগতিক
ইংল্যান্ড। ব্রিস্টলে গত রাতে ইংলিশরা জয় পেয়েছে ৪১ রানে। ইংল্যান্ডের
দেওয়া ২৩৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৯৩ তুলতে পেরেছে
প্রোটিয়ারা।
২১ বছর বয়সী তরুণ ট্রিস্টান স্টাবস দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে বেশি রান করেছেন।
মাত্র
২৮ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন তিনি। তার এই ইনিংসে ছিল আটটি ছক্কা ও দুটি
চার। এ ছাড়া ওপেনার রেজা হেন্ড্রিকস ৫৭ রান করেছেন। ইংল্যান্ডের রিচার্ড
গ্লিসন ৩ উইকেট শিকার করেছেন। এ ছাড়া রিসে টপলি ও আদিল রশিদ ২টি করে উইকেট
নিয়েছেন।
এর আগে টসে জিতে ইংল্যান্ডকে প্রথম ব্যাট করতে পাঠায় দক্ষিণ
আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৩৪ রানের বিশাল স্কোর দাঁড় করায় জস
বাটলারের দল। টি-টোয়েন্টি ক্রিকেটে ঘরের মাঠে এটাই ইংল্যান্ডের সর্বোচ্চ
দলীয় সংগ্রহ।
মঈন আলী মাত্র ১৬ বলে ৫০ ছুঁয়ে ইংল্যান্ডের পক্ষে
টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন। শেষ পর্যন্ত দুটি চার ও
ছয়টি ছক্কায় ১৮ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হন ইংলিশ এই অলরাউন্ডার।
স্ট্রাইকরেট ছিল ২৮৮.৮৯! আর ৫৩ বলে ৩ চার আর ৮ ছক্কায় ৯০ রানের ইনিংস খেলেন
জনি বেয়ারস্টো। এ ছাড়া ডেভিড মালান ২৩ বলে এক চার আর চারটি ছক্কায় করেন ৪৩
রান। ম্যাচসেরা হয়েছেন মঈন আলী।