Published : Friday, 29 July, 2022 at 12:00 AM, Update: 29.07.2022 1:26:01 AM
কুবি প্রতিনিধি ।।
গুছভুক্ত
২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষের
ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (৩০ জুলাই)। এ দিন দুপুর ১২টা থেকে ১টা
পর্যন্ত বিজ্ঞান বিভাগের ‘ক’ ইউনিটের মাধ্যমে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষের
ভর্তি পরীক্ষা। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় গুছ পদ্ধতির ভর্তি পরীক্ষায়
এবার কুমিল্লার ৯ টি কেন্দ্রে মোট ১৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এসব
কেন্দ্রের দায়িত্বে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।
কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, কুমিল্লা
বিশ্ববিদ্যালয়, টিটিসি, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ, শালবন
মাধ্যমিক বিদ্যালয়, ক্যান্টনমেন্ট কলেজসহ কুমিল্লার মোট ৯টি কেন্দ্রে
এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ‘ক’ ইউনিটে ৯ হাজার ১১ জন, ‘খ’
ইউনিটে ৪ হাজার ৯৯৮ জন এবং ‘গ’ ইউনিটে ৪ হাজার ৫৩ জনসহ সর্বমোট ১৮ হাজার ৬২
জন পরীক্ষার্থী অংশগ্রহণ করব।
এ বিষয়ে ভর্তি পরীক্ষার এ ইউনিটের আহবায়ক
ও প্রকৌশল অনুষদের ডিন মোঃ সাইফুর রহমান বলেন, মোটামুটি আমরা সব কাজ শেষ
করেছি। পরীক্ষার আগেরদিন আমরা আসন বিন্যাস করে দিবো।
ভর্তি পরীক্ষার
শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী
বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি। শিক্ষার্থীদের নিরাপত্তার
জন্য বিশ্ববিদ্যালয়ের বিনএনসিসি রোভার স্কাউটস গ্রুপ থাকবে। পাশাপাশি
কেন্দ্রের বাইরের নিরাপত্তা বজায়ে রাখতে স্থানীয় পুলিশ প্রশাসনও কাজ করবে।
ডেপুটি
রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী জানান, কুমিল্লা কেন্দ্রে ‘ক’ ইউনিটে
প্রকৌশল অনুষদের ডিন মোঃ সাইফুর রহমান, ‘খ’ ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদের
ডিন এন. এম. রবিউল আউয়াল চৌধুরী এবং ‘গ’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদের
ডিন ড. বিশ্বজিৎ চন্দ্র দেবকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
আগামী ১৩ আগস্ট ‘খ’ এবং ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।