Published : Friday, 29 July, 2022 at 12:00 AM, Update: 29.07.2022 1:26:05 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছে চার
শিশু। তাদের মধ্যে তিন জন চৌদ্দগ্রাম উপজেলার এবং একজন ব্রাহ্মণপাড়া
উপজেলায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাতিসা
ইউনিয়নের সোনাপুর দক্ষিণ পাড়া গ্রামে পানিতে ডুবে মৃত্যুবরণ করে দুই শিশু।
তারা হচ্ছে সোনাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে আবদুর রহমান ফাওয়ায়েজ (৮) ও
একই বাড়ির জালালের ছেলে ফাহমিদ (৮)। তারা দুজন সম্পর্কে চাচাতো-জেঠাতো
ভাই। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। তিনি বলেন, শিশু ফাহমিদ
ও ফাওয়াজ সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে
তাদের মৃত্যু হয়েছে। তারা সাতার জানতো না। স্থানীয়রা জানান, দুপুরে গোসলের
কথা বলে ফাওয়ায়েজ ও ফাহমিদ ঘর থেকে বের হয়। কিন্তু অনেকক্ষণ পর্যন্ত তারা
ফিরে না আসায় খোঁজতে থাকে স্বজনরা। একপর্যায়ে বাড়ির পাশের মসজিদের পুকুরের
ঘাটে দুজনের গেঞ্জি এবং প্যান্ট দেখতে পেয়ে পুকুরে নেমে খোঁজ করা হয়।
খোঁজাখুঁজির পর ডুবন্ত অবস্থা দুজনকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত
ঘোষণা করেন।
অপর আরেক ঘটনায় বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মঞ্জুরি
খালে ডুবে মারা গেছে তানভীর নামে এক শিশু। সন্ধ্যা ৬ টায় তারা মৃত্যুবরণ
করে। নিহত তানভীরের পিতা বাতিসা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার হেলাল
উদ্দিন। বাতিসা ইউনিয়ন যুবলীগের সভাপতি খোরশেদ আলম মানিক জানান, মঞ্জুরি
খালের পাশে মাঠে ফুটবল খেলা দেখতে যায় তানভীর। এসময় খালের পাড়ের মাটি
ভেঙ্গে পানিতে পরে যায় সে। তার উপরে আবার খালের মাটি ভেঙ্গে পড়ে। এসময় তার
মৃত্যু হয়। শুক্রবার সকাল ১০ টায় দুতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার
জানাজা অনুষ্ঠিত হবে।
অপরদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে
তাবাসসুম নামে চার বছর বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮
জুলাই) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগরে এ ঘটনা ঘটে। শিশু
তাবাসসুম পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর এলাকার জাকির হোসেনের
মেয়ে। সে তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। স্বজনদের সূত্রে জানা
যায়, বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায় তাবাসুম।
অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান,
হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।