মেয়েদের ফিনালিস্সিমায় মুখোমুখি ইংল্যান্ড-ব্রাজিল
Published : Wednesday, 3 August, 2022 at 12:00 AM
জার্মানিকে
হারিয়ে ইউরোপ সেরার মুকুট পরার মধ্য দিয়ে আরেকটি শিরোপা জয়ের উপলক্ষ তৈরি
হয়ে গেল ইংল্যান্ডের সামনে। প্রথমবারের মতো হতে যাওয়া এক ম্যাচের
‘ফিনালিস্সিমা’ লড়াইয়ে মেয়েদের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে
খেলবে তারা।
একই দিন হয় নারী ফুটবলে দুই মহাদেশ সেরার লড়াইয়ের ফাইনাল।
লাতিন
আমেরিকার শ্রেষ্ঠত্বের মঞ্চে আরও একবার দাপটের সঙ্গে শিরোপা উল্লাস করে
ব্রাজিল। পুরো টুর্নামেন্টে তাদের আধিপত্য ছিল অভাবনীয়। গ্রুপ পর্বে সব
ম্যাচ জয়ের পর সেমি-ফাইনালে প্যারাগুয়েকে ২-০ গোলে হারায় তারা।
বাংলাদেশ
সময় রোববার সকালে কলম্বিয়ার শহর আর্মেনিয়ায় ফাইনালে স্বাগতিক দল কঠিন
চ্যালেঞ্জ জানালেও ব্রাজিলকে রুখতে পারেনি। ১-০ গোলে জেতে শ্রেষ্ঠত্ব ধরে
রাখে ব্রাজিল।
পুরো টুর্নামেন্টে একটিও গোল হজম করেনি তারা; ছয় ম্যাচে
প্রতিপক্ষের জালে বল পাঠায় ২০ বার! প্রতিযোগিতাটির ৯ আসরে এই নিয়ে টানা
চারবার এবং মোট আটবার চ্যাম্পিয়ন হলো ব্রাজিল।
পৃথিবীর আরেক প্রান্তে
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার রাতে শুরু হয় উইমেন’স ইউরোর ফাইনাল।
সেখানে প্রতিযোগিতাটির আটবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
এখানে টুর্নামেন্ট জুড়ে অদম্য
গতিতে ছুটেছে সারিনা ভিগমানের দলও। সব ম্যাচ জয়ের পথে রেকর্ড ২২ গোল করেছে
তারা, এর মধ্যে সেমি-ফাইনালে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা সুইডেনকে
উড়িয়ে দেয় ৪-০ ব্যবধানে।
পুরুষ ফুটবলের মতো মেয়েদের ফিনালিস্সিমাও হবে
ইউরোপের মাটিতে। তবে এর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। গত মাসে হয়ে যাওয়া
পুরুষ ফিনালিস্সিমায় ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন
হয় কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা।