মাদক কারবারীরা জেলে যাবে না হয় এলাকা ছাড়বে-ওসি
Published : Wednesday, 3 August, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। দেবিদ্বারে মাদক নির্মূল করেই ছাড়বো। কোন আপোষ নাই। সে যত বড় শক্তিশালীই হোক না কেন। মাদকের বিরুদ্ধে পুলিশ যুদ্ধে নেমেছে। এ যুদ্ধে জনগণকে সাথে নিয়ে বিজয় ছিনিয়ে আনব। মাদক কারবারীরা হয় জেলে যাবে না হয় এলাকা ছাড়বে। স্পষ্ট কথা, মাঝখানে কোন দাঁড়ি কমা নেই। মাদক নির্মূল হলে অন্যান্য সব অপরাধ কমে আসবে। এরপরও ইভটিজিং, সন্ত্রাস, খুন, জখম, চাঁদাবাজ, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের একাধিক টিম মাঠে নিরবিচ্ছিন্ন কাজ করছে। মঙ্গলবার বিকাল ৫টায় পৌরসভার ভিংলাবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন এসব কথা বলেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি কমর কৃষ্ণ ধর।
বক্তব্যে তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধ দমনে জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। পুলিশ আপনাদের সেবায় দিনের ২৪ ঘন্টাই কাজ করছে। ভুক্তভোগী, সেবাপ্রার্থী সকলের জন্য থানার দরজা ২৪ ঘন্টা খোলা। আপনারা র্নিদ্বিধায় থানায় এসে আপনার কথা বলুন।
স্থানীয় সাংবাদিক সুমন সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মো. আবুল খায়ের, সংশিষ্ট বিট অফিসার এসআই মো.নাজমুল হাসান, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এমএ কাইয়ূম ভূইয়া, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, হাজী তাজুল ইসলাম প্রমুখ।
সাংবাদিক আবুল খায়ের থানা থেকে কোন ব্যক্তি যাতে ফেরত না যায় অফিসার ইনচার্জ ওসি’র দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনার ও থানার প্রত্যোক পুলিশ সদস্যদের আন্তরিকতায় ও সাহসিকতায় বিগত কয়েক মাসে দেবিদ্বার থেকে উল্লেখযোগ্য মাদক উদ্ধার ও কারবারীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এ ধারা অব্যাহত থাকলে মাদক কমে যাবে। আমরা আপনার পাশে আছি, যেকোন সহযোগিতায় আমরা এলাকাবাসী পুলিশের পাশে থাকব।