ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রীতিমতো হ্যান্ডকাপের বাজার, গ্রেফতার ১
Published : Wednesday, 3 August, 2022 at 12:00 AM
রীতিমতো হ্যান্ডকাপের বাজার। তবে তা খোলাবাজারে নয়। বিশ্বস্ত ব্যক্তির রেফারেন্সের পরই তা বিক্রি করতেন জহিরুল ইসলাম। স্থান ছিল তার নিজের যাত্রাবাড়ীর বাসা। একেকটি হ্যান্ডকাপের দাম নিতেন আড়াই থেকে ৪ হাজার টাকা পর্যন্ত।
সম্প্রতি এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ক্রেতা সেজে এমন হ্যান্ডকাপের বাজারের সন্ধান পায় র‌্যাব। রীতিমতো চোখ ছানাবড়া হয় র‌্যাব সদস্যদের। গত সোমবার দিবাগত মধ্যরাতে র‌্যাব-৩ এর একটি দল তাকে ৪৬৭টি হ্যান্ডকাপ, ৯২৭টি হ্যান্ডকাফের চাবিসহ গ্রেফতার করে।
র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দীন আহমেদ জানান, আমাদের কাছে তথ্য আসে, যাত্রাবাড়ী এলাকায় দেশের প্রচলিত আইন অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে অপরাধীদের নিকট হ্যান্ডকাপ বিক্রয় করছে। এদের কাছ থেকেই হ্যান্ডকাপ ব্যবহার করে অপরাধীরা ভুয়া ডিবি, র‌্যাব সদস্য, ডিজিএফআই সদস্য, এনএসআই সদস্য এবং আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি, ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ মারাত্মক অপরাধ সংগঠিত করে আসছে। এতে করে আইন-শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। যা সার্বিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহিরুলের তথ্যের বরাত দিয়ে র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে হ্যান্ডকাপ নিজের হেফাজতে রেখে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে আসছে। চীন থেকে আসা জাহাজে করে বিভিন্ন উপায়ে হ্যান্ডকাপ আনাতেন জহিরুল।
উদ্ধারকৃত এসকল হ্যান্ডকাপের ক্রয়-বিক্রয় সংক্রান্ত লাইসেন্স বা কোন ধরনের বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। জহিরুলের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর থানার উত্তরা রায়পুরে। বাবার নাম সিরাজুল ইসলাম।