ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জে দু’দিন ব্যাপি রোবটিক্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Published : Wednesday, 3 August, 2022 at 12:00 AM, Update: 03.08.2022 12:25:17 AM
মনোহরগঞ্জে দু’দিন ব্যাপি রোবটিক্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতমোঃ হুমায়ুন কবির মানিক।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১৯টি প্রতিষ্ঠানের ২০ জন আইসিটি বিষয়ক শিক্ষকের অংশগ্রহণে সোমবার দু’দিন ব্যাপী রোবটিক্স প্রোগ্রামিং বিষয়ক “শত প্রোগ্রামার মিশন-২০২২” প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সার্বিক  তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভুমি) এনামুল হাসানের দিক-নির্দেশনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ক্লাস পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তারেক হোসেন ও রাকিবুল ইসলাম।
মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে হাতে কলমে শিক্ষার এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষক হলেন- মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের প্রভাষক ডি এম মোয়াজ্জেম হোসাইন, স্কুল শাখার ইসমাঈল হোসেন, পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের আহম্মদ  হোসাইন আপন, আশিরপাড় উচ্চ বিদ্যালয়ের নুরুননবী চৌধুরী সেলিম, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের  দেলোয়ার হোসেন, লালচান্দপুর উচ্চ বিদ্যালয়ের সেলিম পাটোয়ারী, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাকসুদ আলী, হাজিপুরা বালিকা দাখিল মাদ্রাসার আবুল বাশার, বড়কেশতলা উচ্চ বিদ্যালয়ের জনার্ধন দেবনাথ, উত্তর হাওলা উচ্চ বিদ্যালয়ের সঞ্চিতা রানী সাহা, বিপুলাসার উচ্চ বিদ্যালয়ের মোঃ ইব্রাহীম, লক্ষনপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের, ববিতা রানী শর্মা ও কার্তীক চন্দ্র দাস, মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ের আরিফুল ইসলাম, জনতা বাজার উচ্চ বিদ্যালয়ের আবদুল হালিম, নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয়ের আবদুর রহমান বিএসসি, আলীনকিবপুর উচ্চ বিদ্যালয়ের আবু ছায়েদ, চৌরাইশ তাহেরিয়া দাখিল মাদ্রাসার নাজমিন আক্তার এবং আল-জুলফিকার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জসিম উদ্দিন।মনোহরগঞ্জে দু’দিন ব্যাপি রোবটিক্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপ্রশিক্ষণ শেষে রোবটিক্স ক্লাব গঠন করা প্রতিষ্ঠান সমূহের মাঝে এ সংক্রান্ত বিভিন্ন প্রকারের বই বিতরন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক  শাজাহান বিএসসি।