ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে নষ্ট হচ্ছে ফসিল জমি, ভরাট হচ্ছে পুকুর
Published : Wednesday, 3 August, 2022 at 12:00 AM, Update: 03.08.2022 12:27:23 AM
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে নষ্ট হচ্ছে ফসিল জমি, ভরাট হচ্ছে পুকুর ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কিছুতেই থামছেনা কৃষি জমি থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন। এতে বিলীন হচ্ছে উপজেলার তিন ফসলি জমি। উপজেলার কয়েকটি ইউনিয়নে প্রায় অর্ধ শতাধিক অবৈধ ড্রেজার দিয়ে প্রতিনিয়ত কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছে স্থানীয় কিছু চক্র। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলী গ্রামের চান মিয়ার ছেলে ড্রেজার সুমন দীর্ঘদিন যাবত আশেপাশে কয়েকটি গ্রামে অবৈধভাবে ড্রেজার বসিয়ে উজার করছে কৃষকের তিন ফসিল জমি। ড্রেজার সুমন জামতলী ফসিল জমিতে ড্রেজার বসিয়ে জামতলী প্রাথমিক বিদ্যালয়ে কাছাকাছি প্রায় ১৫০ শতক একটি বিশাল পুকুর ভরাট করছে। গত কিছুদিন পূর্বে ড্রেজার সুমনের বিরুদ্ধে।
ব্রাহ্মণপাড়ার স্থানীয় প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে অভিযান চালিয়ে জরিমানা করলেও রহস্যজনক কারনে ওই ড্রেজার ব্যবসায়ী বিরুদ্ধে কোন প্রকার মামলা না করায় ড্রেজার সুমন দিন দিন বেপরুয়া হয়ে উঠছে। অপরদিকে সংশ্লিষ্ট কর্মকর্তা অভিযানে বের হলে ঘটনাস্থলে পৌছাঁর আগেই খবর চলে যায় ড্রেজার সুমনের কাছে। যার ফলে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে পাওয়া যায়না। তবে ব্যবসায়ীদের না পেলেও সংশ্লিষ্ট কর্মকর্তা তার অভিযান শেষে অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে নিয়ে আসার কয়েক দিনের মধ্যেই আবারো সেখানে বসানো হয় অবৈধ ড্রেজার মেশিন।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের মধ্যে কোন না কোন স্থানে অবৈধ ড্রেজার মেশিন চলে। মাইলের পর মাইল পাইপ সংযোগ দিয়ে ড্রেজিংয়ের মাটি দিয়ে কোথাও ফসলি জমি আবার কোথাওবা পুকুর ভরাট করা হচ্ছে। বর্তমানে অবৈধ ড্রেজিংয়ের কারণে ৪০/৫০ ফুট গভীর থেকে মাটি ও বালি উত্তোলনের ফলে আশ-পাশের তিন ফসলের জমিগুলো পরিনত হচ্ছে কূপে।
এ ব্যাপারে অবৈধ ড্রেজার ব্যবসায়ী সুমন মিয়া বলেন এটা আমার ব্যবসা, আমি ড্রেজার চালাই প্রশাসন জানে , আপনারা আমার বিরুদ্ধে লিখেন বেশি করে লিখেন।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি কাউসার হামিদ এ প্রতিনিধি কে বলেন, অবৈধ ড্রেজার এর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। ইতিমধ্যে অনেক ড্রেজার মেশিন জব্দ সহ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। আমরা ড্রেজার সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।