ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় যুবদলের বিক্ষোভ মিছিল
Published : Thursday, 4 August, 2022 at 12:00 AM, Update: 04.08.2022 12:57:59 AM
কুমিল্লায় যুবদলের বিক্ষোভ মিছিলনিজস্ব প্রতিবেদক: সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে ভোলায় গুলিবর্ষণে ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম নিহত এবং নেতাকর্মীরা গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে গতকাল বিকেলে দলীয় কার্যালয় থেকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল ।
এসময় কেন্দ্রীয় যুবদলের কুমিল্লা বিভাগীয় সহ সভাপতি কুমিল্লা জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মজুমদার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লব, জেলা যুবদলের সহ সভাপতি শিল্পী, মহনগর যুবদলের সহ সভাপতি টিপু, রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সালুর রহমান পাভেল উপস্থিত ছিলেন।