ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় মাদকসহ যুবক আটক
Published : Thursday, 4 August, 2022 at 12:00 AM, Update: 04.08.2022 12:58:03 AM
কুমিল্লায় মাদকসহ যুবক আটকনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ৫০ বোতল ফেনসিডিল ও ৩ বোতল বিয়ারসহ রাসেল নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। ২ আগস্ট বিকেলে জেলার চৌদ্দগ্রাম উপজেলার জামপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাসেল ওই গ্রামের হারুন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব কুমিল্লার উপপরিচালক ও কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।