ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ক্ষতিকর রং মেশানো আইসক্রিম নামিদামি ব্র্যান্ডের নামে বিক্রি
অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
Published : Thursday, 4 August, 2022 at 12:00 AM, Update: 04.08.2022 12:58:50 AM
ক্ষতিকর রং মেশানো আইসক্রিম নামিদামি ব্র্যান্ডের নামে বিক্রি
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে আইসক্রিম। পরে সেগুলো নামিদামি ব্র্যান্ডের নামে বাজারে বিক্রি করা হচ্ছে। এ অপরাধে কুমিল্লায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, কুমিল্লা সদরের জগন্নাথপুর এলাকায় একটি আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দেশের নামিদামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ও ফ্লেভার মিশিয়ে আইসক্রিম বাজারজাত করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল থেকে বিশেষ অভিযান চালানো হয়।ক্ষতিকর রং মেশানো আইসক্রিম নামিদামি ব্র্যান্ডের নামে বিক্রিএ সময় ঢাকা আইসক্রিম ফ্যাক্টরির মালিক মশিউর রহমানকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রং ও ফ্লেভারমিশ্রিত পাঁচ হাজার আইসক্রিম জব্দ করে তা ধ্বংস করা হয়।
কুমিল্লার নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ ও কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।