Published : Thursday, 4 August, 2022 at 12:00 AM, Update: 04.08.2022 12:58:50 AM
নিজস্ব
প্রতিবেদক: স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে
তৈরি হচ্ছে আইসক্রিম। পরে সেগুলো নামিদামি ব্র্যান্ডের নামে বাজারে বিক্রি
করা হচ্ছে। এ অপরাধে কুমিল্লায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জেলা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, কুমিল্লা সদরের জগন্নাথপুর
এলাকায় একটি আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দেশের নামিদামি
ব্র্যান্ডের নাম ব্যবহার করে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ও ফ্লেভার
মিশিয়ে আইসক্রিম বাজারজাত করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল
থেকে বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় ঢাকা আইসক্রিম ফ্যাক্টরির মালিক
মশিউর রহমানকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রং ও
ফ্লেভারমিশ্রিত পাঁচ হাজার আইসক্রিম জব্দ করে তা ধ্বংস করা হয়।
কুমিল্লার নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ ও কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।