লাকসামে শিক্ষা কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা
Published : Friday, 5 August, 2022 at 12:00 AM
মোহাম্মদ আবদুর রহিমঃ
কুমিল্লার লাকসাম উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ এনায়েত উল্লাহর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির লাকসাম উপজেলা সহ-সভাপতি সম্পা রানি সাহা।
প্রধান শিক্ষক মোঃ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন ও সুমন চন্দ্র দেবনাথ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির লাকসাম উপজেলা সভাপতি মোঃ ইলিয়াস, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মজুমদার, কার্যকরি কমিটির সদস্য উমা ঘোষ, প্রধান শিক্ষক সালেহ আহমদ, ক্রীড়া সম্পাদক মোঃ শাহজাহান, সহকারী শিক্ষক মোঃ শাহ আলম, একরামুল হক মুন্না, ফারুক আহমেদ, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ বিদায়ী শিক্ষা কর্মকর্তা এনায়েত উল্লাহকে ফুলের তোড়া, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।
অনুষ্ঠানে লাকসাম উপজেলার শিক্ষা কর্মকর্তা ও সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়।