ব্রাহ্মণপাড়ায় রোগ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Published : Friday, 5 August, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুষ্টি ও লাইফ স্টাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ (করোনা, যক্ষ্মা, ডায়াবেটিস ও হৃদরোগ) প্রতিরোধে করণীয় বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ আগস্ট উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমিটির বাস্তবায়নে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স প্রশিক্ষণ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসনাত মোঃ মহিউদ্দিন, পুষ্টি ও লাইফ স্টাইল এর মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করণীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন আমাদের দৈনন্দিন জীবনে সুষম খাবার এবং শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত করলে অনেক ধরনের সংক্রামক ও অসংক্রামক রোগ থেকে পরিত্রাণ পাব। উদাহরণ হিসেবে তিনি বলেন করোনার কারণে আমরা মানুষকে মাক্স পরা শিখিয়েছি যার কারণে গত অনেক মাস যাবত আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন ধরনের যক্ষ্মা রোগী পাইনি।
তিনি আরো বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগামী দুই তিন মাসের মধ্যে মায়েদের সিজারের ব্যবস্থা করব এবং বর্তমানে মায়েদের নরমাল ডেলিভারী হচ্ছে। বর্তমানে আমরা গর্ভবতী মায়েদেরকে বিভিন্ন ধরনের সেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় সকল ঔষধ দিচ্ছি।
প্রশিক্ষণ অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাক্তার ফাহমিদা জাহান, ডাক্তার সাইফুল ইসলাম ও ডাক্তার মোঃ মবিন ইমতিয়াজ বিভিন্ন রোগ যেমন যক্ষ্মা, ডায়াবেটিস, রক্তচাপ ও হৃদরোগ নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। রোগ প্রতিরোধ করণীয় বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন পল্লী চিকিৎসক, ফার্মাসিস্ট, শিক্ষক, গাড়ি চালক, কৃষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।
প্রশিক্ষণ কর্মশালাটি, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং জাইকার অর্থায়নেঅনুষ্ঠিত হয়।