মুক্তিযোদ্ধা আলী আজম দম্পতির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
Published : Friday, 5 August, 2022 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক নেতা, কুমিল্লার দেবীদ্বারের কৃতিসন্তান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো: আলী আজম ও তার স্ত্রী রত্নগর্ভা আলহাজ¦ হাসেনা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (৫ আগস্ট) শুক্রবার। ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে বিশিষ্ট এ দম্পত্তি দুই দিনের ব্যবধানে অর্থাৎ ৩ আগস্ট এবং ৫ আগস্ট ইন্তেকাল করেন।
তাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার পদ্মকোট গ্রামের নিজ বাড়িতে কোরআনখানি, মসজিদে মসজিদে দোয়া ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে। আলহাজ¦ আলী আজম ও হাসেনা বেগম স্মৃতি সংঘ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করবে। এছাড়া স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে তাদের জীবন-কর্ম নিয়ে স্মৃতি চারণমূলক আলোচনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন এ দম্পত্তির মেঝো ছেলে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: হুমায়ুন কবির চেয়ারম্যান।