ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জ্বালানি সাশ্রয়ে ১দিন বন্ধ কুবি পরিবহন, শিক্ষার্থীদের ক্ষোভ
Published : Friday, 5 August, 2022 at 12:00 AM, Update: 05.08.2022 1:17:03 AM
জ্বালানি সাশ্রয়ে ১দিন বন্ধ কুবি পরিবহন, শিক্ষার্থীদের ক্ষোভকুবি প্রতিনিধি: সারাদেশে অর্থনৈতিক সংকট থাকায় জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে একদিন পরিবহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। এতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
জানা যায়, গত বুধবার (২৭ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭২ তম একাডেমিক কাউন্সিল সভায় বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ সাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে সরকারি সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার কার্যক্রম অনলাইনে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে পরিবহনও বৃহস্পতিবার বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
আনিসুর রহমান নামে এক ব্যক্তি পরিবহন পুলের গ্রুপে কমেন্ট করেন, এটা সবচেয়ে বাজে সিদ্ধান্ত হবে। অনেক শিক্ষার্থীর প্রয়োজন হয় শহরে যাওয়া-আসার। সবগুলো বাস না দিলেও সন্ধ্যায় ৩টা বাস চালু রাখা উচিত। যেখানে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস ঢাকা থেকে কুমিল্লায় আসে সেখানে সবগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাস বন্ধ করে শিক্ষার্থীদের সমস্যার দিকে ঠেলে দিচ্ছে।
ইয়াসিন আরফাত হিমু নামে আরেকজন শিক্ষার্থী বলেন, মানে যত পালতু কথা, জ্বালানি কমানোর জন্য ক্লাস বন্ধ। যে দেশের শিক্ষা এত সস্তা সেই দেশের মানুষ থেকে এর থেকে বেশি কি আশা করা যায়। যাইহোক ২/৩ টা বাস চালু করার দাবি জানাচ্ছি।
মোঃ খাইরুল ইসলাম নামে আরেক শিক্ষার্থী বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলো কি এমন সিদ্ধান্ত নিয়েছে? যারা টিউশনি করে তাদের কথা চিন্তা করে হলেও সন্ধ্যার দিকে বাস রাখা উচিত। ব্যবহার সীমিত হউক। বন্ধ নয়।
পরিবহন পুলের সেকশন অফিসার মোঃ জাহিদুল আলম বলেন, এটাতো আমার সিদ্ধান্ত না, একাডেমি কাউন্সিল মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী বাস বন্ধ করা হয়েছে। যেহেতু বৃহস্পতিবার ক্লাস অনলাইন হচ্ছে। সেক্ষেত্রে বাস চালু রাখার কোন যুক্তি নেই। তবে প্রশাসন চাইলে দিতে পারে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, দেশের অর্থনীতি সংকটের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে জ্বালানি সংকট কমানো যায়। যেখানে আমরা করোনার সময় অনলাইনে ক্লাসে অভ্যস্ত সেখানে সপ্তাহে একদিন বন্ধ থাকলে তেমন সমস্যা হবে না। এছাড়া একাডেমিক কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু বৃহস্পতিবার বন্ধ থাকবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পরিবহনও বন্ধ থাকবে, এতে দেশের অর্থনীতির জন্য ভালো হবে।