Published : Friday, 5 August, 2022 at 12:00 AM, Update: 05.08.2022 1:17:08 AM
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার বুড়িচংয়ে বডিফিটিং অবস্থায় পাচারকালে ৫ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে কুমিল্লা-সালদা সড়কের বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের সিন্দুরী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের মধ্যে পিতা-পুত্রও রয়েছে।
আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে-বরিশাল সদর লঞ্চঘাটের মৃত রশি সিকদারের ছেলে মোঃ দুলাল সিকদার (৬২) তার পুত্র ফয়সাল সিকদার (২২), বরিশাল বন্দর, কাউয়ারচর গ্রামের বেলায়েত গাজীর ছেলে মোঃ বার্বি (২২),একই এলাকার আব্দুল সাত্তারের ছেলে মোঃ জাহিদ হাসান সরদার (২৬) এবং দুলাল সিকদারের ছেলে বায়েজিদ (২৫)।
পরে তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।