ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘ক‘ ইউনিটের ফল প্রকাশ
Published : Friday, 5 August, 2022 at 12:00 AM, Update: 05.08.2022 1:17:31 AM
বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘ক‘ ইউনিটের ফল প্রকাশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম গত শনিবার শুরু হয়েছিল।
গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ‘ক’ ইউনিটের ফল প্রকাশিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (মংঃধফসরংংরড়হ.ধপ.নফ) এ ফল প্রকাশ করা হয়।
গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক জানান, এই পরীক্ষার বিজ্ঞান অনুষদে ৫৫ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এ পরীক্ষায় মোট আবেদন করেছিলেন ১ লাখ ৬১ হাজার ৭৬৭ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী। পরীক্ষায় পাস করেছেন ৮৫ হাজার ৫৮২ জন।
গত ৩০ জুলাই বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অধীনে ৫৭টি উপকেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।