ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
Published : Friday, 5 August, 2022 at 12:00 AM, Update: 05.08.2022 1:17:36 AM
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যুশাহীন আলম, দেবিদ্বার ||
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের (৪০) মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে দাউদকান্দির বেকিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত  ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তরের মাধ্যমে দাফন সম্পন্ন করেন।
দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ জানান, দাউদকান্দি হাইওয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বেকিনগর এলাকায় বেপরোয়া একটি গাড়ি রাস্তার পাশে চলাচলকারী পথচারী ওই যুবককে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তাৎক্ষনিক অনেক চেষ্টা করেও ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তাঁর কাধে একটি ব্যাগ পাওয়া। ওই ব্যাগে পরিচয় শনাক্ত হওয়ার মত কিছু পাওয়া যায়নি।   
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল হক বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত না হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তরের মাধ্যমে দাফন সম্পন্ন করা হয়। তবে লাশ শনাক্তের চেষ্টা চলছে।  এ সংক্রান্ত দাউদকান্দি হাইওয়ে থানায় অজ্ঞাত গাড়ির চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।