কুমিল্লায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে আদর্শ সদর উপজেলার শুভপুর শেখ কামাল ক্রীড়া পল্লীতে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, দোয়ার অনুষ্ঠান, বৃক্ষ রোপন ও চারা বিতরন করা হয়েছে। পরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শেখ কামালের জীবনী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও বন বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত।
কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মোঃ শওকত ওসমান, কুমিল্লা সিটির প্রধান নির্বাহী ডক্টর শফিকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান রোমেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।