ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত
মো. হাবিবুর রহমান
Published : Friday, 5 August, 2022 at 7:46 PM
মুরাদনগরে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিতকুমিল্লার মুরাদনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম। 
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়েজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক বেলাল উদ্দিন আহমেদ, মোশাররফ হোসেন মনির, শামীম আহম্মেদ, ফয়জুল ইসলাম ফয়সাল ও সাজ্জাদ হোসেন প্রমুখ। 
অনুষ্ঠানের শুরুতে মুরাদনগর কেন্দ্রিয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়।