কুমিল্লার চান্দিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ প্রদান করা হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা সদরের তুলাতলী সৈয়দা ডা. ফিরোজা স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রে বিনা মূল্যে ওই সেবা প্রদান করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র উদ্যোগে অনুষ্ঠিত ওই ফ্রি মেডিকেল ক্যাম্পে নাক-কাল-গলা, গাইনি ও শিশু রোগে বিশেষজ্ঞ ১৪ জন চিকিৎসক দিনভর ওই চিকিৎসা সেবা প্রদান করেন। এতে ১ হাজার ৩৭৭জন রোগী বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন।
বাড়ির কাছে রাজধানী ঢাকা ও কুমিল্লার বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে দারুন খুশি এলাকাবাসী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান, ডা. সৈয়দা ফিরোজা বেগম স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রে ও বামানেহ্ কো-অডিনেটর সফিকুল ইসলাম হায়দার, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু তাহের ভূইয়া, সাংবাদিক রণবীর ঘোষ কিংকর, পৌর কাউন্সিলর দুলাল মিয়া, কাউন্সিলর আবু কাউসার, সহকারি পুলিশ পরিদর্শক (এএস.আই) মোস্তফা কামাল, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন, বরকইট ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, যুবলীগ নেতা শাহজাহান, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম, যুবলীগ নেতা সাদেকুর রহমান রুমি, শরীফুল ইসলাম প্রমুখ।