কুমিল্লায় টানা ১০ বছর পালিয়ে থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন জাকির হোসেন নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি।
বৃহস্পতিবার গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেন (৫৫) সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত আ. গফুরের ছেলে।
শুক্রবার দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী।
তিনি জানান, কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় করা ডাকাতি ও হত্যা মামলার রায়ে ২০১১ সালে যাবজ্জীবন সাজা হয় জাকিরের। রায় ঘোষণায় তার সাজা হওয়ার বিষয় আঁচ করতে পেরে তখন থেকেই সাজা এড়াতে আত্মগোপনে চলে যান জাকির। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে ছদ্মবেশ, ছদ্মনাম ব্যবহার করে দীর্ঘ ১০ বছরেরও অধিক সময় আত্মগোপনে থাকেন তিনি।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানার এএসআই ইয়াসিন এবং দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।