কুমিল্লার বরুড়ায় শিক্ষকের বেত্রাঘাতে সিহাব হোসেন (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আবদুর রব(৩৫) আটক করেছে পুলিশ।
সিহাব উপজেলার ঝলম ইউনিয়নের শশইয়া গ্রামের ডিলার বাড়ির শুকুর আলী ডিলারের ছেলে। সে ঝলম ইউনিয়নের মেড্ডা আল মাতিনিয়া নুরানি মাদ্রাসার ছাত্র। মারধরের কয়েকদিন পর শুক্রবার (৫ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ওই মাদ্রাসায় নুরানি শিক্ষা গ্রহণ করছিল সে।
মারা যাওয়া শিশুটির পরিবার সূত্রে জানা যায়, সে উপজেলা ঝলম ইউনিয়ন মেড্ডা আবদুল মতিন নুরানী হাফেজিয়া মাদ্রাসায় নুরানী বিভাগে পড়াশোনা করতো। গত ৪ আগষ্ট বুধবার তার জ্বর হয়েছে বলে খবর দিয়ে শিহাবকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। রাতে শিহাব পরিবারকে জানায় মাদরাসার শিক্ষক তাকে শতাধিক বেত্রাঘাত করেছে। এতে করে সে অসুস্থ হয়ে পড়ে। তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ নাহিদ আহমদ জানান, এ ঘটনার পর মাদরাসার শিক্ষক সদর দক্ষিণ উপজেলার শ্রীপুর গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ আবদুল ওহাবকে আটক করা হয়েছে।
বিকেলে এ বিষয়ে যোগাযোগ করা হলে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার মজুমদার বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।