ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় রেস্তোরাঁয় ‘হামলা-ভাঙচুর’ একজন আটক
Published : Saturday, 13 August, 2022 at 12:00 AM, Update: 13.08.2022 12:49:39 AM
কুমিল্লায় রেস্তোরাঁয় ‘হামলা-ভাঙচুর’ একজন আটককুমিল্লা শহরে রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। শহরের ধর্মসাগর এলাকার ‘পিৎজা ক্যালজোনের’ মালিক মো. শাহিদুজ্জামান এই অভিযোগ করেন। শাহিদুজ্জামান বলেন, শুক্রবার সকালে তিন-চারজন কিশোর খাবার খায়। তারা চলে যাওয়ার সময় বিল চাইলে তা না দিয়ে উল্টো চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা আসবাবপত্র ভাঙচুর করে।
“তাছাড়া তারা কাউন্টারে ঢুকে আমাকে আঘাত করে টাকা নিয়ে যায়। কাস্টমাররা এগিয়ে এলে এক কিশোর ছুরি বের করে ভয় দেখায়।”
শাহিদুজ্জামান এখনও পুলিশে অভিযোগ দেননি। লিখিত অভিযোগ দেবেন বলে তিনি জানান।
তবে পুলিশ হট্টগোল বাধার খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।
কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির পরিদর্শক নূরুল ইসলাম বলেন, “খাবার খেয়ে টাকা না দেওয়া নিয়ে হট্টগোল হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে। সে ফাঁড়িতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”