ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৯১ জন হাসপাতালে ভর্তি
Published : Saturday, 13 August, 2022 at 12:00 AM, Update: 13.08.2022 12:49:44 AM
১২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৯১ জন হাসপাতালে ভর্তিনিজস্ব প্রতিবেদক : প্রতিবছরের মত এবারও রাজধানী ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি। তবে ঢাকার বাইরে এ বছর ডেঙ্গু রোগী বেশি দেখা যাচ্ছে কক্সবাজার জেলায়। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এডিস মশার বিস্তার অনেক বেশি থাকে। এ সময়টাকে ডেঙ্গুর মৌসুমও বলা হয়।
শুক্রবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৫৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর হাসপাতালেই ভর্তি হয়েছেন ৫০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ৩ জন। এর আগের দিন আক্রান্ত হয়েছিলেন ৯০ জন। এই নিয়ে চলতি মাসের ১২ দিনে মোট আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯১ জন। এছাড়া চলতি বছরে মোট মৃত্যু হয়েছে ১৬ জনের। তাদের মধ্যে কক্সবাজার জেলারই ১০ জন মারা গেছেন। আর ঢাকা জেলার রয়েছেন ৬ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩’শ ৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৭৪ জন। তাদের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন। এর পরেই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) ২২ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২০ জন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ১৬ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১০ জন এবং বিজিবি হাসপাতালে (পিলখানা) ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়া দেশের অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৭২ জন।
অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৩ হাজার ৫৫১ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি ২ হাজার ৯৮২ জন এবং ঢাকার বাইরে ভর্তি ৫৬৯ জন। আর চলতি বছরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ১৮৯ জন।