জাতীয় শোক দিবসে কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের কর্মসূচি
Published : Sunday, 14 August, 2022 at 12:00 AM
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী। জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লার উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হইয়াছে। কর্মসূচির মধ্যে ভোর ৬টায় কাবিলাস্থ্য কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন ও শোক জানিয়ে কালো পতাকা উত্তোলন, সকাল ১০ টায় কলেজ কাবিলা ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে দেশি-বিদেশি ছাত্র-ছাত্রী, ডাক্তার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সমেত শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ। সকাল ৯টা থেকে দিবসব্যাপি কাবিলাস্থ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও রক্তদান কর্মসূচি পালিত হইবে। বেলা ১১ টায় কলেজ একাডেমিক ভবন প্রাঙ্গণে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসে অবস্থিত কলেজ মসজিদে সকাল থেকে কোরআন খতম, বাদযোহর দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ আয়োজন করা হয়েছে। জাতীয় শোকের মাস স্মরণে ১৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সৌধে ইস্টার্ন মেডিকেল কলেজের পরিচালকবৃন্দ ও শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে কবর জিয়ারত, দোয়া ও শ্রদ্ধা নিবেদনের বিশেষ আয়োজন করা হইয়াছে।
জাতীয় শোক দিবসের কর্মসূচি বাস্তবায়নে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহর নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হইয়াছে।