ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় আটক ১
Published : Sunday, 14 August, 2022 at 12:00 AM, Update: 14.08.2022 12:49:44 AM
কুমিল্লায় অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় আটক ১কুমিল্লায় বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় মোঃ আরিফুল ইসলাম নামে একজ কে আটক করেছে র‌্যাব। ১২ আগস্ট শুক্রবার দুপুরে জেলার কোতয়ালী মডেল থানাধীন জাগুরজুলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়- আরিফুল মূলতঃ সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানী সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এবং যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়ামূল্যে বিক্রি করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।