২০০৫ সালে ১৭ আগষ্ট বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দক্ষিণ জেলা আওয়ামীলীগ। মঙ্গলবার বিকালে কুমিল্লা নগরীর রামঘাটে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশে প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক রেলপথ মন্ত্রী দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি। এসময় জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে দক্ষিণ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে পৃথক বিক্ষোভ মিছিল করে দক্ষিণ জেলা যুবলীগ। জেলা যুবলীগ নেতা শাহীনুল ইসলাম শাহীন ও আবদুস সোবহান সেলিমর নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কুমিল্লা মহানগর ও জেলা যুবলীগ ছাড়াও বিভিন্ন উপজেলা যুবলীগের পক্ষ থেকেও কেন্দ্রিয় এই কর্মসূচি পালন করা। সকাল ১০ টায় এক যোগে এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করে যুবলীগ।