ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার মেঘনা কাঠালিয়া নদী তীরে ভেসে উঠেছে মৃত শুশুক
আলমগীর হোসেন
Published : Wednesday, 17 August, 2022 at 9:41 PM
কুমিল্লার মেঘনা কাঠালিয়া নদী তীরে ভেসে উঠেছে মৃত শুশুক কুমিল্লার মেঘনা উপজেলার কাঠালিয়া নদী তীরে ভেসে উঠেছে ডলফিন প্রজাতির মাছ মৃত শুশুক। 

বুধবার সকালে উপজেলার মানিকার চর ইউনিয়নের  কাশিপুর গ্রামের দক্ষিণ পাড়া কাঠালিয়া নদীর তীরে মৃত অবস্থায় শুশুকটি ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন ।

সংবাদ পেয়ে মৃত শুশুক মাছটি দেখতে গ্রামবাসী নদীর তীরে ভীড় জমান। স্থানীয় বাসিন্দা শিক্ষক সোহরাব হোসেন বলেন, আমি নদীর ঘাটে গোসল করতে গিয়ে এই শুশুক মাছটিকে দেখতে পাই। পরে বাচ্চাদের এনে দেখাই। শুশুকটি এক নজর দেখতে এলাকার উৎসুক লোকজন উপচেপড়া ভিড় করে।

এবিষয়ে মেঘনা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফিরোজ আহমেদ মৃধা বলেন, শুশুক এখন প্রায় বিলুপ্ত। এটি গভীর পানির স্তন্যপায়ী প্রাণি / মাছ। অল্প পানিতে এরা থাকেনা। এই মাছের  ৯৭ ভাগ মৃত্যু হয় কারেন্ট জালে। মাছটি হয়তো গভীর নদীতে মৃত্যু হয় ভাসতে ভাসতে এই তীরে আসে।

জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত মতিন সৈকত বলেন, শুশুকসহ জীব-বৈচিত্র সংরক্ষণে আমাদেরকে যত্নশীল হতে হবে। প্রকৃতির দান অপরিসীম। আমরা তার মূল্য বুঝতে হবে। জলবায়ুর বিরূপ প্রভাবের কারনে এবং মানুষের নানা রকম ষড়যন্ত্রে জীববৈচিত্র্য হুমকির মুখে।