আগুনে পোড়া গির্জা পুনর্নিমাণে সালাহ দিলেন দেড় কোটি টাকা
Published : Thursday, 18 August, 2022 at 12:00 AM
মিশরে
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একটি গির্জা পুনর্নিমাণে সহায়তা করতে মোহাম্মদ
সালাহ দান করলেন ১ লাখ ৩০ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা দেড় কোটি
টাকা।
গত রোববার মিশরের শহর গিজায় অবস্থিত আবু সেইফেইন গির্জায় আগুন
ধরে, নিহত হন ৪১ জন। দেশের ধর্মীয় উপাসনালয়ে এই দুর্ঘটনার পর সাহায্যের হাত
বাড়িয়ে দিলেন লিভারপুল ফরোয়ার্ড। স্থানীয় গণমাধ্যম তার এই বিশাল অঙ্কের
দানের কথা নিশ্চিত করেছে।
এই আর্থিক সহায়তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছেন সালাহ।
নিজ
দেশকে অর্থ দিয়ে সহায়তা সালাহ যে এই প্রথমবার করলেন, তা নয়। ২০১৯ সালে
সন্ত্রাসী হামলায় ২০ জন মারা গেলে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটকে প্রায় ২৫
লাখ পাউন্ড দেন তিনি। এছাড়া শিশু ক্যান্সার হাসপাতালে বিভিন্ন সরঞ্জাম
কিনতে ৫ হাজার পাউন্ডের বেশি দান করেন।
গত জুনে দ্য সানডে টাইমস-এর প্রকাশিত যুক্তরাজ্যের সবচেয়ে দানশীল ব্যক্তির তালিকায় অষ্টম স্থানে ছিলেন সালাহ।