সোয়া কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার
Published : Thursday, 18 August, 2022 at 12:00 AM
সরকার টিসিবির
জন্য সোয়া কোটি লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। পৃথক দুটি লটে এক
কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়
সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা। এ সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের পৃথক
দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) ভার্চুয়ালি
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত
মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ
বিভাগের অতিরিক্ত সচিব আবদুল বারিক।
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের
একটি প্রস্তাবে সরাসরি ৪০ লাখ লিটার সয়াবিন তেল কেনার ক্রয় প্রস্তাব
অনুমোদন দেওয়া হয়েছে। সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে তেল কেনা
হবে। প্রতি লিটার সয়াবিন তেল ১৭৩ দশমিক ৯৫ টাকায় কেনা হচ্ছে।
তিনি আরও
বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাবে ৮৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার
প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই লটে প্রতি লিটার সয়াবিন তেল ১৭১ টাকায়
কেনা হবে। এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ২০ লাখ লিটার, বসুন্ধরা
মাল্টিফুড প্রোডাক্ট লিমিটেড থেকে ৩৫ লাখ লিটার এবং সিনো এডিবল অয়েল
লিমিটেড থেকে ৩০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার।