৫ হাজার টন মসুর ডাল কিনছে সরকার
Published : Thursday, 18 August, 2022 at 12:00 AM
সরাসরি ক্রয়
পদ্ধতির মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। এর প্রতি কেজির
দাম পড়বে ১১১ টাকা। এরমধ্যে ‘নাবিল নওগাঁ ফুড লিমিটেড’ থেকে এক হাজার
মেট্রিক টন, এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড তিন হাজার মেট্রিক টন এবং এমএস
রায় ট্রেডার্স লিমিটেড থেকে এক হাজার মেট্রিক টন ডাল কেনা হবে।
বুধবার (১৭ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
ভার্চুয়ালি
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সরকারি
ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত
জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল বারিক।
আবদুল বারিক
বলেন, ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১৬টি প্রস্তাব
উপস্থাপন করা হয়েছে। ১৬টি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির
প্রস্তাবনাগুলোর মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের ৭টি, শিল্প মন্ত্রণালয়ের ৪টি,
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি এবং স্থানীয় সরকার বিভাগের একটি এবং
বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি প্রস্তাবনা ছিল।’
তিনি বলেন, ‘ক্রয় কমিটির
অনুমোদিত ১৩টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৮৯৫ কোটি টাকা। মোট
অর্থায়নের মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ৫৬৩ কোটি ৪৭ লাখ এবং দেশীয়
ব্যাংক, এডিবি ও বিশ্বব্যাংক ঋণ ১ হাজার ৬০ কোটি ২৬ লাখ পাওয়া যাবে।