ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গলিয়ারার সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম গ্রেফতার
Published : Thursday, 18 August, 2022 at 12:00 AM, Update: 18.08.2022 1:30:50 AM
গলিয়ারার সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম গ্রেফতার স্টাফ রিপোর্টার: গলিয়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম (৫০) কে ঢাকা থেকে প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় গত মঙ্গলবার রাতে গ্রেফতার করেছেন পুলিশ। আজ বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে দৈনিক কুমিল্লার কাগজকে জানান, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।
পুলিশ জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় কোতয়ালী মডেল থানা ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি টিম তাঁকে ঢাকায় গ্রেফতার করেছেন। সেখান থেকে কুমিল্লায় এনে আজ বুধবার তাঁকে আদালতে সোপর্দ করেছেন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী দৈনিক কুমিল্লার কাগজকে জানান, গ্রেফতারকৃত জহিরুল ইসলামের বিরুদ্ধে কোতয়ালী মডেল ও সদর দক্ষিণ মডেল থানায় অর্ধডজন মামলার গ্রেফতারী পরোয়ারা মূলতবী ছিল। তিনি দীর্ঘদিন যাবৎ তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।