Published : Monday, 29 August, 2022 at 12:00 AM, Update: 29.08.2022 12:51:43 AM
আলমগীর হোসেন।।
'গণআন্দোলনের
মুখে জনগণের দাবির কাছে এই সরকারকে নতি স্বীকার করতেই হবে'- বলে মন্তব্য
করেছেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
রবিবার
কুমিল্লার হোমনা উপজেলা সদরে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল বিক্ষোভ
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এইসব কথা বলেন।
'জ্বালানি
তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে হোমনা উপজেলা ও
পৌর বিএনপি এবং অঙ্গসংগঠন এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। হোমনার বিভিন্ন
ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকগণ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, গভীর রাতে ভোট ডাকাতির সরকার গায়ের জোরে
ক্ষমতায় টিকে আছে। সরকার ভয় দেখিয়ে জনগণকে জিম্মী করে রেখেছে। দেশের মানুষ
ভালো নেই। জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ
এক দূর্বিষহ মানবেতর দিন কাটাচ্ছে।
জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই
মানুষ ঘুরে দাঁড়িয়েছে। দমন-পীড়ন চালিয়ে,মিথ্যা মামলা দিয়ে,গ্রেফতার করে আর
দাবিয়ে রাখা যাবে না। এই দুঃসহ অবস্থা থেকে দেশ ও জনগণ পরিত্রাণ চায়,বাঁচতে
চায়। দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর এই জন্য সকল
রাজনৈতিক দলের অংশগ্রহণের জন্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান প্রয়োজন। তাই
নির্বাচনকালীন দল নিরপেক্ষ একটি সরকার প্রতি়ষ্ঠা করতে হবে।
হোমনা
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহিরুল হক জহরের সভাপতিত্বে বিক্ষোভ
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির
আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।
এছাড়াও বক্তব্য রাখেন হোমনা, দাউদকান্দি, তিতাস ও মেঘনা উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,
২২ আগস্ট থেকে চলমান বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির
কেন্দ্র থেকে ড.খন্দকার মারুফ হোসেনকে দাউদকান্দি উপজেলা ও পৌর, হোমনা
উপজেলা ও পৌর, মেঘনা ও তিতাস উপজেলার টিম লিডার মনোনয়ন করা হয়।