ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভোক্তা অধিকারের অভিযান
কুমিল্লায় ৫ প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা
Published : Monday, 29 August, 2022 at 12:00 AM, Update: 29.08.2022 12:51:58 AM
কুমিল্লায় ৫ প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানাকুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার কুমিল্লার সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রতিষ্ঠানে অনিয়ম এবং ভেজাল পন্য রাখার দায়ে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, নোয়াপাড়া, হাতিগাড়া ও কালিরবাজার এলাকার নিত্যপণ্য ও সারের দোকানে তদারকি অভিযানের সময় সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রির অভিযোগে কালিরবাজারেরে গোমতী ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং অভিযোগে শফিক ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সারের দোকানের লাল সালুতে মূল্য তালিকা প্রদর্শন না করায় হাতিগাড়া এলাকার শামিম এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং কালিরবাজারের কৃষিঘরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য তৈরী এবং ক্ষতিকর রং ব্যবহার করায় নোয়াপাড়া এলাকার তাহের ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনুমোদনহীন দুই কৌটা রঙ জব্দ করা হয়।