ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় আটক কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে শপথ পাঠে মুক্তি
Published : Monday, 29 August, 2022 at 12:00 AM, Update: 29.08.2022 12:52:04 AM
চান্দিনায় আটক কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে শপথ পাঠে মুক্তিরণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করার পর শপথ বাক্য পাঠ করে অভিভাবকদের জিজ্ঞায় মুক্তি দেওয়া হয়।
শনিবার (২৭ আগস্ট) রাতে তাদেরকে আটক করার পর রবিবার (২৮ আগস্ট) দুপুরে থানা থেকে তাদের নিজ এলাকা মহিচাইল বাজারে নিয়ে উপস্থিত জন সন্মুখে শপথবাক্য পাঠ করিয়ে মুক্তি দেয় পুলিশ।
তারা হলো- চান্দিনার মহিচাইল গ্রামের মৃত কাশেম এর ছেলে নাঈম (১৫), একই গ্রামের মানিক মিয়ার ছেলে হৃদয় (১৬)।
জানা যায়, চান্দিনাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্তি করতে বিশেষ অভিযান চলাচ্ছে থানা পুলিশ। শনিবার রাতে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) জালাল হোসেন এর নেতৃত্বাধীন থানা পুলিশ অভিযান চালিয়ে সুইচ গিয়ার ছোড়াসহ তাদেরকে আটক করে। পরদিন কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান এর নির্দেশনায় শপথ বাক্য পাঠের মাধ্যমে ওই দুই কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  শপথ বাক্য পাঠ করান চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খান।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবাল, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।