ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সভাপতি সফি উদ্দিন সম্পাদক মোস্তফা কামাল
২৭ বছর পর আংশিক কমিটি পেল দেবিদ্বার আওয়ামী লীগ
Published : Saturday, 3 September, 2022 at 12:00 AM, Update: 03.09.2022 1:07:23 AM
২৭ বছর পর আংশিক কমিটি পেল দেবিদ্বার আওয়ামী লীগদেবিদ্বার প্রতিনিধি:
দীর্ঘ ২৭ বছর পর দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ আংশিক কমিটি ঘোষনা করা হয়। আংশিক কমিটিতে একেএম সফিউদ্দিনকে সভাপতি, একেএম মনিরুজ্জামান মাষ্টারকে সিনিয়র সহসভাপতি, মোস্তফা কামাল চৌধুরীকে সাধারণ সম্পাদক, হুমায়ুন কবির ও এজাজ মাহমুদকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আবদুল মতিন সরকারকে সিনিয়র সদস্য করা হয়েছে। কমিটি ঘোষণা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রহুল আমিন।
এদিকে, নতুন নেতৃত্ব পেয়ে খুশি তৃণমূল নেতা-কর্মীরা। তাঁরা জানায়, দীর্ঘ ২৭ বছরের  আওয়ামীলীগ নতুন করে অভিভাবক পেয়েছে। আশা করি, নতুন নেতৃত্বে আওয়ামীলীগ দেবিদ্বার  উপজেলায় আরও শক্তিশালী হবে।       
নতুন কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ ২৭ বছর পর ত্রী-বার্ষিক সম্মেলনের মাধ্যমে দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি একেএম সফি উদ্দিন বলেন, আজকের এ দিনে জাতীর জনক বঙ্গবন্ধুকে স্মরণ করছি। জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। নতুন কমিটিতে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে, আমি শতভাগ সততার সাথে পালন করব, এবং আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতকে মোকাবেলা করে দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগকে একটি সুসংগঠিত ও শক্তিশালী আওয়ামীলীগ হিসেবে গড়ে তুলব। এর আগে সম্মেলনে  প্রধান অতিথির বক্তব্য রাখেন,  বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর ও ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক এমপি ও উপমন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সি, দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা সহসভাপতি আবদুল মতিন মুন্সি, শেখ আবদুল আউয়াল।  এসময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, সাংগঠনিক সম্পাদক মো. হমায়ুন কবির, কেন্দ্রীয় মহিলা লীগের সভাপতি সুরাইয়া আক্তার, উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য এটিএম মেহেদী হাসান, নিউইয়ার্ক প্রবাসী চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী, জেলা পরিষদ সদস্য প্রার্থী মো. আবুল বাসার সরকার প্রমুখ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার। সম্মেলন উদ্বোধন করেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম.রহুল আমিন।