ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘স্বাবলম্বী হতে নারীদের এখন আর সেলাই মেশিন চালাতে দেখি না’
Published : Sunday, 4 September, 2022 at 12:00 AM
দেশে এখনও ‘ডিজিটাল বৈষম্য’ বিরাজ করছে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, এটি দূর করার ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য নিয়ে কাজ করার পাশাপাশি সবার ইন্টারনেট প্রাপ্তির দিকে যেতে হবে। স্বাবলম্বী হতে নারীদের এখন আর সেলাই মেশিন চালাতে দেখি না, তারা এখন ঘরে বসে ইন্টারনেটে শাড়ি বিক্রি করে।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) ২০ বছর পূর্তি উদযাপনের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক সমাজটা শিল্পযুগে প্রবেশ না করার ফলে যতটুকু সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন দরদার ছিল ততটুকু হয়নি। এখনও আমরা দেখছি- মানুষে মানুষে বৈষম্য চরম। এই বৈষম্য কেবল আর্থ-সামাজিক ক্ষেত্রে নয়, প্রযুক্তিগত দিক দিয়েও কাজ করে।
বঙ্গবন্ধু হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর দেশ ২১ বছর কিভাবে চলেছে, তা আপনারা জানেন। ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে সোনার বাংলা গড়ে তোলার রূপান্তর শুরু করেন। শোষণমুক্ত, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কাজ করেন।
মানুষের জন্য ফাউন্ডেশনকে দীর্ঘ ২০ বছরের কাজের জন্য ধন্যবাদ জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, একটি সংস্থা কেমন করে দেশব্যাপী কী কী কাজ করছে, সেটি জেনে ভালো লেগেছে। আগামীদিনে কাজ করার ক্ষেত্রে এখনই পরিকল্পনা নিতে হবে আপনাদের।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের প্রায় ৩০ লাখ দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন। সরকারি সেবা-সুবিধা পেয়েছে প্রায় ২২ লাখ মানুষ। প্রায় ৪ লাখ মানুষের দারিদ্র্য জয়, ৮৫ হাজার প্রান্তিক শিশুর শিক্ষা, ৫০ হাজার মেয়ের বাল্যবিয়ে বন্ধ এবং প্রায় ৪ লাখ শ্রমিকের মানসম্মত কাজ নিশ্চিত করা হয়েছে।