ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাপ দিলেন তরুণী
Published : Sunday, 4 September, 2022 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে অজ্ঞাতপরিচয় এক তরুণী (২২) মারা গেছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পৈরতলা রেল গেটে এ ঘটনায় ঘটে।
স্থানীয়রা জানান, রেললাইনের পাশে বিষণ্ন মনে ওই তরুণী বসেছিলেন। এক পর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন আসতে দেখে ওই তরুণী ঝাপ দেন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, ট্রেনে কাটা পড়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার একটি মোবাইল পাওয়া গেছে।


নতুন শিক্ষাক্রম অনুযায়ী বিষয় নির্ধারণের নির্দেশ
নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্তরের শিক্ষকদের বিষয় নির্ধারণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ঘোষণা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষকদের বিষয় নির্ধারণ করে ডাটাবেজে এন্ট্রি দেবেন।
শনিবার (৩ সেপ্টেম্বর) মাউশির এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের সাহায্যে শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে। নতুন শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন হয়েছে। শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ প্রদানের আগে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে পাঠদানরত শিক্ষকদের বিষয় নির্ধারণ করা প্রয়োজন।
আরও বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখার আলোকে মাধ্যমিক পর্যায়ে পাঠদানরত শিক্ষকদের বিষয় নির্ধারণ করে শিক্ষকদের ডাটাবেজ হালনাগাদ করার জন্য ইএমআইএস ওয়েবসাইটে (িি.িবসরং.মড়া.নফ) ওয়েবসাইটে একটি মডিউল করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যাদের ইআইআইএন নম্বর আছে তারা ইএমআইএস ওয়েবসাইটে (িি.িবসরং.মড়া.নফ) লগইন করে তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিষয় নির্ধারণ করতে পারবেন। যে সকল নন এমপিও শিক্ষক রেজিস্ট্রেশন করেননি তাদেরকেও রেজিস্ট্রেশন করে বিষয় নির্ধারণ করবেন।