Published : Sunday, 4 September, 2022 at 12:00 AM, Update: 04.09.2022 12:47:14 AM
ইসমাইল
নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃদ্ধা বাবাকে পিটানো সেই ছেলেকে গ্রেপ্তার
করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গতকাল শনিবার সকালে তাকে তার নিজ বাড়ি
থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল
ইউনিয়নের নাগাইশ গ্রামে ৭৫ বছর বয়সী বৃদ্ধ পিতা আবদুল জলিল মিয়াকে লাঠি
দিয়ে পিটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট
১৬ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তের
মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। প্রতিবাদের ঝড় উঠে সর্বত্র। আজ শনিবার সকালে
আবদুল মান্নান (৩৫) নামের ওই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায়
মামলা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আবদুল মান্নান ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল
ইউনিয়নের নাগাইশ গ্রামে আবদুল জলিল মিয়ার ছেলে। তাকে আজ শনিবার দুপুরে
কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাকে জেল
হাজতে প্রেরণ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, জমি নিয়ে গত
কয়েক দিন ধরে বাবা ছেলের মধ্যে বিরোধ চলে আসছিল। ছেলে বৃদ্ধ বাবাকে দিয়ে
জোড় পূর্বক জমি লিখে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাঁর উপর ক্ষিপ্ত হয়ে
উঠে। গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে বৃদ্ধ পিতা তাঁর ঘরেই ছিল। ঘরের
ভিতরে টেনে হেচড়ে বৃদ্ধ বাবার জামা-কাপড় ছিড়ে ফেলে। বাবা ঘর থেকে বের
হওয়ার পরে একটি লাঠি দিয়ে বাবাকে পিটাতে থাকে। ওই পিটার আঘাতে বাবা চিৎকার
করতে থাকে।
ওই ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে
দেওয়া হয়। ১ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে
পড়লে মুহুর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। প্রতিবাদের ঝড় উঠে সর্বত্র। তাকে
গ্রেপ্তারের দাবী জানিয়েছেন স্থানীয় লোকজন।
আজ শনিবার সকালে
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ আবদুল মান্নানকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় মান্নানের বড় ভাই নাহিদ ইসলাম বাদী হয়ে বৃদ্ধ পিতাকে মারধোরের
ঘটনায় একটি মামলা দায়ের করেছে। তাকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে
পাঠিয়েছে পুলিশ।
বৃদ্ধ পিতা আবদুল জলিল মিয়া এ ঘটনায় কান্নায় ভেঙে
পড়েছেন। তিনি বলেন, জমি লিখে দেওয়ার জন্য সে চাপ দিয়ে আসছে। জমি লিখে না
দেওয়া তাকে এ মারধরের শিকার হতে হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, তার নামে জমি লিখে না দেওয়ায়
বৃদ্ধ পিতাকে মারধোর করেছে। বৃদ্ধ পিতাকে সেই মারধরের ঘটনাটি সামাজিক
যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ভাইরাল হয়েছে। তার চারদিকে নিন্দার ঝড় উঠেছে। আজ
শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ঘটনাটি অত্যান্ত ঘৃণিত কাজ। তাকে গ্রেপ্তার করা হয়েছে।