ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়া মাদকের বিভিন্ন মামলায় ১ মাসে গ্রেফতার ৫৬
Published : Sunday, 4 September, 2022 at 12:00 AM, Update: 04.09.2022 12:47:20 AM
ব্রাহ্মণপাড়া মাদকের বিভিন্ন মামলায় ১ মাসে গ্রেফতার ৫৬ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে গত আগষ্ট মাসে মাদকের বিভিন্ন মামলায় অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫৬ জনকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত , ১ মাসে ৭৫ কেজি গাজা,৬০০ পিস ইয়াবা, ১২ বোতল বিদেশী মদ সহ ১৭ জনকে ব্রাহ্মনপাড়া থানা পুলিশ গ্রেফতার করে। কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক, ১৮ কেজি ৭শত গ্রাম গাজা উদ্ধার করে। জিআর ও সিআর ওয়ারেন্ট ভূক্ত আসামী ২৫ জনকে গ্রেফতার করে এবং জিআর ও সিআর সাজা প্রাপ্ত আসামী ২ জনকে গ্রেফতার করে। এছাড়া নিয়মিত মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়।
 এব্যপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।