Published : Wednesday, 7 September, 2022 at 12:00 AM, Update: 07.09.2022 12:54:27 AM

ইসমাইল নয়ন।। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত রেখেছে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন। গত ৪ ও ৫ সেপ্টেম্বর ব্রাহ্মণপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার নেতৃত্বে ব্রাহ্মণপাড়া সিএনজি স্টেন্ডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয় । এসময় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের দায়ে ৩ জন সিএনজি চালককে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রসাশন সূত্রে জানা যায়, প্রশাসন কর্তৃক প্রদত্ত নম্বরে যাত্রী কল করে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর ব্রাহ্মণপাড়া সিএনজি স্টেন্ডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। এসময় ধার্যকৃত, কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়ার ভাড়া ৫০ টাকার স্থলে ৮০ টাকা রাখায় সিএনজি চালক মোঃ মনির (৪০) কে ২০০০ টাকা এবং বুড়িচং থেকে নির্ধারিত ভাড়া ২০ টাকার স্থলে ৩০ টাকা রাখায় মোঃ লিটন মিয়া (২০) কে ১০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এছাড়া গত ৪ সেপ্টেম্বর কুমিল্লা থেকে ধার্যকৃত ব্রাহ্মণপাড়ার ভাড়া ৫০ টাকার স্থলে ১০০ টাকা রাখায় সিএনজি চালক কাজী রবিউল (২৬) কে ৩০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়কারী চালকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।