ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চেলসিকে হারিয়ে ডিনামো জাগরেভের চমক
Published : Thursday, 8 September, 2022 at 12:00 AM
ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথমবারের দেখায় চেলসিকে হারিয়ে দিল ডিনামো জাগরেভ। প্রিমিয়ার লিগের ছন্দহীন চেলসি পথ হারিয়েছে চ্যাম্পিয়নস লিগেও। এদিকে অষ্টমবারের মত চ্যাম্পিয়নস লিগ খেলতে আসা ক্রোয়েশিয়ান ক্লাবটি সুযোগ কাজে লাগিয়ে চমক দেখিয়েছে।
মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে 'ই' গ্রুপের ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারায় ডিনামো জাগরেভ।
ঘরের মাঠে একমাত্র গোলটি করেছেন মিসলাভ অরসিক। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে দ্বিতীয়বার ইংলিশ ক্লাবকে হারাল জাগরেভ। ২০১৫ সালে আর্সেনালকে হারিয়েছিল তারা। এদিকে ১৯ বার অংশ নিয়ে তৃতীয়বারের মত চ্যাম্পিয়নস লিগের প্রথম। ম্যাচে হারল চেলসি।  
ম্যাচের ১৩ মিনিটের মাথায় মিসলাভের গোলে এগিয়ে যায় ডিনামো জাগরেভ। অবশ্য এ অর্ধে বল পজিশন, আক্রমণ সবদিক থেকেই এগিয়ে ছিল চেলসি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে থমাস টুখেলের দল কিন্তু পারেনি জাগরেভের রক্ষণ ভাঙতে। আগামী ৩ নভেম্বর স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।