হ্যাজার্ডের গোলে ফেরার ম্যাচে রিয়ালের দুর্দান্ত জয়
Published : Thursday, 8 September, 2022 at 12:00 AM
প্রতিপক্ষের
মাঠে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের শুরুটা হয়নি স্বভাবসুলভ। শুরুর
৪৫ মিনিট চ্যাম্পিয়নদের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে স্বাগতিক সেলটিক। করিম
বেনজিমাকে হারানোয় আক্রমণে ধার কমার সম্ভাবনা জাগলেও দ্বিতীয়ার্ধে চেনা
রূপে দেখা মিলে রিয়ালের। ভিনিসিয়ুস জুনিয়র-মদ্রিচ-হ্যাজার্ডদের নৈপুণ্যে
সেলটিককে চেপে ধরে বড় জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার রাতে
উয়েফা চ্যাম্পিয়নস লিগে 'এফ' গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডের গ্ল্যাসগোর
সেলটিক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
একটি করে গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, লুকা মদ্রিচ ও ইডেন হ্যাজার্ড।
দুর্দান্ত জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু বর্তমান চ্যাম্পিয়নদের।
ম্যাচের
শুরু থেকেই রিয়ালের সঙ্গে সমান তালে খেলতে থাকে সেল্টিক। ঘরের মাঠে বেশ
কয়েকবার সুযোগ তৈরি করে তারা। তবে পারেনি রিয়ালের রক্ষণ ভাঙতে। রিয়ালের
আক্রমণ ছিল কিছুটা ছন্নছাড়া। এমন অবস্থায় ৩০ মিনিটের মাথায় হাঁটুর চোট নিয়ে
মাঠ ছাড়েন বেনজিমা। বদলি হিসেবে নামেন ইডেন হ্যাজার্ড।
প্রথমার্ধের শেষ
দিকে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেনি ভিনিসিয়ুস জুনিয়র। নিজেদের
অর্ধ থেকে আসা বল অফসাইড ফাঁদ ভেঙে বক্সে ঢুকে পড়েন ভিনি, তবে তার শট
আগুয়ান গোলকিপার জো হার্ট আটকে দেন। ৫৬ মিনিটে রিয়ালকে এগিয়ে নেন সেই
ভিনিসিয়ুস জুনিয়র। প্রতি আক্রমণে ওঠে রিয়াল। ডান প্রান্ত থেকে ভালভেরদের
দারুণ ক্রসে দৌড়ে এসে বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। চার মিনিট
বাদেই ব্যবধান ২-০ করে ফেলে রিয়াল। গোল করেন লুকা মদ্রিচ। মাঝমাঠ থেকে বল
নিয়ে সেল্টিকের বক্সের সামনে চলে আসেন হ্যাজার্ড, বাড়িয়ে দেন ডান দিকে থাকা
মদ্রিচের পায়ে। এক ডিফেন্ডারকে কাটিয়ে দেখে শুনে বুটের মাথা দিয়ে নেওয়া
শটে জাল খুঁজে নেন মদ্রিচ। ঝাঁপিয়েও বল আটকাতে পারেনি জো হার্ট, তার হাতে
লেগে বল জালে জড়ায়।
৭৭ মিনিটে গোলের দেখা পান ইডেন হ্যাজার্ড।
ভালভেরদের ক্রসে কার্ভাহালের কাটব্যাক থেকে ট্যাপইন শটে গোল করেন বেলজিয়ান
এই ফুটবলার। ৬৫১ দিন পর চ্যাম্পিয়নস লিগে গোল করলেন হ্যাজার্ড। সর্বশেষ
২০২০ সালে ইন্টার মিলানের বিপক্ষে গোল করেছিলেন তিনি। রিয়ালের জার্সিতে এ
বছরের জানুয়ারিতে কোপা দেলরেতে এলচের বিপক্ষে পেয়েছিলেন সর্বশেষ গোল।
আগামী ২ নভেম্বর সান্তিয়াগো বের্নাব্যুতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও সেল্টিক।