ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হালান্ডের জোড়ায় উড়ন্ত জয় ম্যানসিটির
Published : Thursday, 8 September, 2022 at 12:00 AM
প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নস লিগ; আর্লিং হালান্ডের ম্যাজিক যেনো থামছেই না। ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রায় প্রতি ম্যাচেই আলো ছড়াচ্ছেন নরওয়ের এই ফুটবলার। প্রিমিয়ার লিগে দুই হ্যাটট্রিকের পর চ্যাম্পিয়নস লিগে করলেন জোড়া গোল। প্রতিপক্ষ সেভিয়াকে কোনো পাত্তা না দিয়ে তার দল ম্যানচেস্টার সিটিও জিতল বড় ব্যবধানে।
মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের জি গ্রুপের ম্যাচে সেভিয়াকে ৪-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করেন আর্লিং হালান্ড। একটি করে গোল ফিল ফোডেন ও রুবেন দিয়াসের।
সেভিয়ার মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে পেপ গার্দিওলার দল। এর ফলে ২০ মিনিটে আর্লিং হালান্ডের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। বক্সের ডান প্রান্ত থেকে কেভিন ডি ব্রুইনের ক্রসে দূরের পোস্টে দৌড়ে এসে পা লাগিয়ে লক্ষ্যভেদ করেন হালান্ড। সিটির জার্সিতে গোল বন্যা চলছেই নরওয়েজিয়ান এই ফরোয়ার্ডের।
৫৮ মিনিটে সিটির লিড বাড়ান ফিল ফোডেন। বক্সের ভেতরে বলের নিয়ন্ত্রণ নিয়ে দারুণ দক্ষতায় গোল করেন ইংলিশ এই ফুটবলার। ৬৭ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন আর্লিং হালান্ড। ফিল ফোডেনের শট গোলকিপার ফিরিয়ে দিলেও ফিরতি বল জালে জড়ান হালান্ড। ম্যানচেস্টার সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ১২তম গোল। দ্বিতীয়ার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে চতুর্থ গোল করেন রুবেন দিয়াস। আগামী ৩ নভেম্বর ইত্তিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও সেভিয়া।