বিচারপতি আমিরুল ইসলামের ইন্তেকাল
Published : Thursday, 8 September, 2022 at 12:00 AM
হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বুধবার বেলা পৌনে ১২টায় তার মৃত্যু হয় বলে জানান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান। বাদ এশা উত্তর চর্থা সৈয়দুজ্জামান মসজিদে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার স্ত্রী আগেই গত হয়েছেন। একমাত্র পুত্র ব্যারিস্টার অপূর্ব ইসলাম আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
উল্লেখ্য, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ১৯৪০ সালের ১৩ জানুয়ারি কুমিল্লার উত্তর চর্থায় জন্মগ্রহণ করেন।
জিলা স্কুলে অধ্যায়নকালে তিনি ভাষা আন্দোলনে অংশগ্রহণের দায়ে কারাবরণ করেন। এ সময় তার পিতা প্রখ্যাত রাজনীতিবিদ সৈয়দ আবদুল ওয়াহেদও একই কারণে কারাগারে ছিলেন। পিতার পদাংক অনুসরণ করে তিনি রাজনীতিতে যুক্ত হন। ছাত্র ইউনিয়নকে সংগঠিত করতে তিনি সারাদেশে ব্যাপক ভূমিকা পালন করেন। কুমিল্লায় সেসময় তিনি প্রচুর ছাত্র যুবককে রাজনীতির দীক্ষায় দীক্ষিত করেন।
১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি নেন। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অব ল ডিগ্রি অর্জন করেন। ১৯৬৫ সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭২ সালে সৈয়দ আমিরুল ইসলাম লন্ডনের লিং কনস ইন হতে বার এট ল ডিগ্রি নেন।
১৯৯৪ সালে ১৪ ফেব্রুয়ারি সৈয়দ আমিরুল ইসলাম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন। ১৯৯৬ সালে তিনি হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। ২০০৭ সালের ১২ জানুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অবসরে যান এই বিচারপতি।