অটোরিকশা চালাতে গিয়ে শিশু নিহত
Published : Thursday, 8 September, 2022 at 12:00 AM
চাঁদপুর সদরে রাস্তার পাশে ফেলে রাখা অটোরিকশা খেলার ছলে চালাতে গিয়ে দেয়ালে ধাক্কা লেগে মারা গেছে পাঁচ বছরের মো. আফিফ।
সদর উপজেলার দক্ষিণ গুনরাজদী এলাকায় বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আফিফ ওই এলাকার হারিস সরদারের ছেলে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ এসব নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাতে জানান, চালক চাবি ঝুলিয়ে রেখেই অটো রাস্তার পাশে রেখে কোথাও যান। সে সময় আফিফ অটো চালাতে চেষ্টা করলে সেটি গিয়ে সামনের একটি দেয়ালে ধাক্কা লাগে। আশপাশের লোকজন আহত অবস্থায় তাকে বের করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক সাগর মজুমদার জানান, হাসপাতালে আনার আগেই মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় আফিফের মৃত্যু হয়।